
ইউক্রেন যুদ্ধে মস্কোর ভাড়াটিয়া বাহিনী ওয়েগনার সম্প্রতি পুতিনের সঙ্গে বিদ্রোহের পর এবারে বেলারুশের রাজধানী মিনস্কের দক্ষিণ-পূর্ব দিকে তাদের একটি সামরিক ঘাঁটি নির্মাণের দৃশ্য স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। এতে করে সবার ধারণা এটি ওয়াগনারের নতুন ঘাঁটি হতে চলেছে।
বৃহস্পতিবার (২৯ জুন) এক প্রতিবেদনে রয়টার্স জানায় সম্প্রতি ব্যর্থ বিদ্রোহের পর বেলারুশে পাড়ি জমিয়েছেন ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগজিন।
এর আগে মঙ্গলবার (২৭ জুন) বেলারুশে পৌঁছান প্রিগোজিন। রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, প্রিগোজিনের নেতৃত্বে মিনস্ক থেকে ৯০ কিলোমিটার দূরে আসিপোভিকি শহরের একটি ফাঁকা মাঠে ওয়াগনার বাহিনীর সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা রয়েছে।
এদিকে ২৭ জুন ইউরোপিয়ান স্পেস এজেন্সির সেন্টিনেল ২ স্যাটেলাটের ধারণকৃত ছবিতে দেখা যায়, এলাকাটিতে অনেকগুলো অবকাঠামো তৈরী করা হয়েছে। অথচ কদিন আগেও ১৪ জুনের স্যাটেলাইটের ছবিতে দেখা যায় সেসময় অঞ্চলটিতে ছিল একটি ফাঁকা মাঠ। ছবিগুলো ইএসএ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এর আগে প্রায় ২৪ ঘণ্টার একটি ব্যর্থ বিদ্রোহের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি করে মিনস্কে পাড়ি জমান প্রিগোজিন।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ওয়াগনার সেনারা চাইলে নিজেদের ঘাঁটিতে ফিরতে পারে বা ইউক্রেন যুদ্ধে আবারও অংশ নিতে পারে অথবা বেলারুশেও পাড়ি জমাতে পারে।
সূত্র: আরটি